লাখাইয়ে কানাই নদীর মাটি বিক্রি নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ
লাখাই উপজেলার সাতাউক গ্রামে কানাই নদীর মাটি অবৈধভাবে বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য সাহেব মিয়ার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে যে, তিনি দীর্ঘদিন ধরে কানাই নদীর মাটি গ্রামের বিভিন্ন ব্যক্তির কাছে অর্ধ কোটি টাকার বিক্রি করছেন।
স্থানীয়রা অভিযোগ করেন যে, ইউপি সদস্য সাহেব মিয়ার নেতৃত্বে গ্রামের বিভিন্ন ব্যক্তি অবৈধভাবে কানাই নদীর মাটি বিক্রি করছে। অভিযোগে বলা হয়, ট্রাক্টর ব্যবহার করে এক্সেলেটরের সাহায্যে নদীর মাটি অবৈধভাবে সংগ্রহ করা হচ্ছে।
এছাড়া, এ বিষয়ে সাহেব মিয়া জানান, তিনি রাজখালের পাড় রাস্তায় জনগণের চলাচল সুবিধার জন্য মাটি এনে রাস্তাটি উন্নত করেছেন। তবে, তাকে প্রশাসনের কাছ থেকে অনুমতি নেয়া হয়েছে কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “সরকারি রাস্তায় মাটি ফেলতে প্রশাসনের অনুমতির প্রয়োজন নেই।”
স্থানীয়দের মতে, ইউপি সদস্যের আসল উদ্দেশ্য ছিল রাস্তা উন্নয়ন নয়, বরং কানাই নদীর মাটি বিক্রি সহজ করতে রাস্তাটি তৈরি করা। তারা আরও বলেন, সাহেব মিয়া শুধু রাস্তা উন্নয়ন নয়, নিজস্ব লাভের জন্য বহু ব্যক্তির কাছে মাটি বিক্রি করেছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস জানান, সহকারী কমিশনার ভুমি মাসুদুর রহমানের সাথে বিষয়টি শেয়ার করার পরিপ্রেক্ষিতে তিনি এটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন।