লাখাইয়ে কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে দিনব্যাপী কর্মশালা
লাখাই উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে হবিগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।
মঙ্গলবার সকাল ১০টায় ইউনাইটেড ফর লাখাই-এর আয়োজনে ঐতিহ্যবাহী হবিগঞ্জ প্রেসক্লাবে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে লাখাই উপজেলার বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা অংশ নেন।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও দৈনিক সমকালের সাবেক নিউজ এডিটর খায়রুল বাশার শামীম, এবং দৈনিক ইত্তেফাকের সাবেক ম্যানেজিং এডিটর সাইদ ইসলাম।
প্রশিক্ষণের শেষ পর্বে ইউনাইটেড ফর লাখাই-এর প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল আওয়ালের সভাপতিত্বে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক রাষ্ট্রপতি উপদেষ্টা মোখলেসুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শফিউল আলম সজল, কো-অর্ডিনেটর, ইউনাইটেড ফর লাখাই।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মাঈনুল আলম, খায়রুল বাশার শামীম, এবং হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান।