লাখাইয়ে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
লাখাইয়ে দারুল ক্বিরাত মাজিদিয়া ফুলতলী ট্রাস্টের করাব রহমানিয়া দাখিল মাদ্রাসা শাখার উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকাল ৩টায় উপজেলার করাব রহমানিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সুপার মুফতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং মাদ্রাসার শিক্ষক আব্বাসউদ্দীনের সঞ্চালনায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ বাহার উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামের বিশিষ্ট মুরুব্বি মাসুকুর রহমান, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য শহীদুর রহমান এবং লাখাই প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এম. এ. ওয়াহেদ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান ক্বারী মাওলানা আক্তারুজ্জামান এবং সহকারী ক্বারী মৌলভী কাজী আল-আমীন প্রমুখ।
অনুষ্ঠানে ক্বিরাত পরিবেশন করেন মাদ্রাসার ছাত্র সুলাইমান আহমেদ ও সকিল আহমেদ এবং গজল পরিবেশন করেন আব্দুল মোহাব্বির ও তাসলিমা আক্তার।
মিলাদ মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সুপার মুফতি রফিকুল ইসলাম।