লাখাইয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, পরীক্ষার্থী ১০১০ জন
সারাদেশের ন্যায় হবিগঞ্জের লাখাই উপজেলাতেও বৃহস্পতিবার (১১ এপ্রিল) থেকে এসএসসি, দাখিল এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা শুরু হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর লাখাইয়ে মোট ১,০১০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ৮৭০ জন, দাখিল পরীক্ষার্থী ৯৫ জন এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থী ৪৫ জন।
উপজেলায় মোট ৩টি কেন্দ্র ও ২টি ভেন্যুতে এসব পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
বামৈ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র: দায়িত্বে আছেন মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের একাডেমিক সুপারভাইজার ও ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জান্নাতুন নাহার লিজা।
ভেন্যু: কালাউক উচ্চ বিদ্যালয়, দায়িত্বে পজীব কর্মকর্তা একেএম আব্দুস শাহেদ, রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয় কেন্দ্র: দায়িত্বে আছেন জনস্বাস্থ্য প্রকৌশলী মুর্শিদ আলম।
ভেন্যু: বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়, দায়িত্বে পল্লি সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক নিয়ামত ভূঁইয়া।
দাখিল পরীক্ষা কেন্দ্র: জিরুন্ডা মানপুর তোফাইলিয়া সিনিয়র মাদ্রাসা, দায়িত্বে পল্লি উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জল হোসেন।
আজকের (প্রথম দিনের) পরীক্ষা ছিল বাংলা ১ম পত্র। সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলে।
উপজেলার ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জান্নাতুন নাহার লিজা জানান, “নকলমুক্ত ও সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পরীক্ষা কেন্দ্র এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং ফটোকপির দোকান বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।”