লাখাইয়ে এক রাতে ৭টি খরের স্তুপে আগুন, এ নিয়ে চলছে নানা গুঞ্জন
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে এক রাতে ৭টি খরের স্তুপে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার দিবাগত গভীর রাতে ফুলবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। শনিবার (৮ মার্চ) সরেজমিনে গিয়ে দেখা যায়, ফুলবাড়িয়া গ্রামের রেজু মিয়া দলের সদস্য হারুন রশীদ, বিধবা মহিলা মাফিয়া খাতুন, হাসু মিয়া, নসু মিয়া ও জাহাঙ্গীর মিয়া—এই ৬টি খরের স্তুপে দূর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।
স্থানীয়দের সাথে আলাপকালে রেজু মিয়া দলের বেশ কয়েকজন মহিলার দাবি, “বেশ কিছুদিন আগে সাবেক খসরু মেম্বার এবং আমাদের দলের রেজু মিয়ার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার পর উভয় পক্ষের বিরুদ্ধে মামলা-মোকদ্দমা চলমান রয়েছে। রেজু মিয়ার দলের ৩০ জন লোক কোর্ট থেকে জামিনে বাড়িতে আসলেও প্রতিপক্ষ খসরু মিয়ার লোকজনের ভয়ে তারা বাড়িতে আসতে পারছে না।” তাদের ধারনা, খসরু মিয়ার লোকজনই এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে।
সরেজমিনে গিয়ে আরও জানা যায়, খসরু মিয়ার দলের সদস্য আবু কালামের একটি খরের স্তুপেও আগুন দেয় দূর্বৃত্তরা। তবে, খসরু মিয়ার লোকজন আগুন নিয়ন্ত্রণে এনে ক্ষতি রোধ করেন। এ বিষয়ে খসরু মিয়ার দলের সদস্যরা বলেন, “আমরা ২০ জন লোক কোর্ট থেকে জামিনে বাড়িতে আসলে খরের স্তুপের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।”
উল্লেখ্য, গত ২০/২২ দিন আগে ফুলবাড়িয়া গ্রামে সাবেক খসরু মেম্বার এবং রেজু মিয়ার মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা চলমান থাকলেও, উভয় পক্ষের মধ্যে উত্তেজনা এখনও বিদ্যমান।
এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বন্দে আলী জানান, “আমার থানার উপপরিদর্শক মৃদুল কুমার ভৌমিককে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে সত্যতা প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনার মাধ্যমে এলাকার উত্তেজনা আরও বৃদ্ধি পেয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে, যা এলাকার মানুষের মধ্যে নানা গুঞ্জন সৃষ্টি করেছে।