লাখাইয়ে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার লাখাই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৫ ব্যবসায়ীর মাঝে মঙ্গলবার নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ আনুষ্ঠানিকভাবে ১৫ জনকে প্রত্যেককে ১৩,৫০০ টাকা নগদ অর্থ ও ২ বান্ডিল ঢেউটিন বিতরণ করেন। এভাবে মোট ২০২,৫০০ টাকা নগদ অর্থ এবং ৩০ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়েছে।
উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম রাকিব এবং লাখাই ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আরিফ আহমেদ রোপন।
উল্লেখ্য, ১১ সেপ্টেম্বর রাতে লাখাই বড় বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যার ফলে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। ত্রাণ মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক অনুদান প্রদানের মাধ্যমে সহায়তা দিয়েছে।