ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হামলা ঠেকাতে গিয়ে গুরুতর আহত জামায়াত কর্মীরা

লক্ষ্মীপুরে মহিলা জামায়াতের কোরআন তালিমে হামলার অভিযোগ

চেকপোস্ট ডেস্ক::
14

লক্ষ্মীপুর সদরে মহিলা জামায়াতের কোরআন তালিম অনুষ্ঠানে দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলা প্রতিহত করতে গিয়ে জামায়াতের পাঁচজন পুরুষ কর্মী গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (গতকাল) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব সৈয়দপুর এলাকায়।

আহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন এমরান হোসেন, আব্দুর রহমান, মোহাম্মদ খোকন ও সৈকত। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের চিকিৎসা চলছে এবং দু’একজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে পূর্ব সৈয়দপুরের বটতলা মুন্সী বাড়িতে মহিলা জামায়াতের উদ্যোগে কোরআন তালিমের আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালে দেশীয় অস্ত্র নিয়ে যুবদলের কয়েকজন নেতাকর্মী সেখানে হামলা চালায়। এ সময় উপস্থিত নারী কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হামলা ঠেকাতে এগিয়ে এলে স্থানীয় জামায়াতের পুরুষ কর্মীরা দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে স্থানীয় যুবদল ও জামায়াত নেতৃবৃন্দের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১০:৩৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
৫০৭ বার পড়া হয়েছে

হামলা ঠেকাতে গিয়ে গুরুতর আহত জামায়াত কর্মীরা

লক্ষ্মীপুরে মহিলা জামায়াতের কোরআন তালিমে হামলার অভিযোগ

আপডেট সময় ১০:৩৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
14

লক্ষ্মীপুর সদরে মহিলা জামায়াতের কোরআন তালিম অনুষ্ঠানে দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলা প্রতিহত করতে গিয়ে জামায়াতের পাঁচজন পুরুষ কর্মী গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (গতকাল) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব সৈয়দপুর এলাকায়।

আহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন এমরান হোসেন, আব্দুর রহমান, মোহাম্মদ খোকন ও সৈকত। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের চিকিৎসা চলছে এবং দু’একজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে পূর্ব সৈয়দপুরের বটতলা মুন্সী বাড়িতে মহিলা জামায়াতের উদ্যোগে কোরআন তালিমের আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালে দেশীয় অস্ত্র নিয়ে যুবদলের কয়েকজন নেতাকর্মী সেখানে হামলা চালায়। এ সময় উপস্থিত নারী কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হামলা ঠেকাতে এগিয়ে এলে স্থানীয় জামায়াতের পুরুষ কর্মীরা দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে স্থানীয় যুবদল ও জামায়াত নেতৃবৃন্দের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।