লক্ষ্মীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
“গাছ লাগান, পরিবেশ বাঁচান” ও “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) লক্ষ্মীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।
১২ আগস্ট মঙ্গলবার রায়পুর সরকারি কলেজ প্রাঙ্গণে জেলা ব্যাপি এই কর্মসূচি উদ্বোধন করেন জেলা কমান্ড্যান্ট সোনিয়া বেগম। এসময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান খাঁন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরসাদ আলী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, প্রশিক্ষক-প্রশিক্ষিকা এবং অন্যান্য সদস্যরা।
জেলা কমান্ড্যান্ট সোনিয়া বেগম বলেন, সামাজিক বনায়ন কর্মসূচির মাধ্যমে একটি সবুজ ও স্বাস্থ্যকর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন। পরিবেশ দূষণ রোধ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যেই এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরে ৩০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।