র্যাব-১০ এর উদ্যোগে দুস্থ ও অনাথ শিশুদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
২০ ফেব্রুয়ারি, ২০২৫, বৃহস্পতিবার, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০) এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান মুন্সীগঞ্জসহ র্যাব-১০ এর আওতাধীন বিভিন্ন এলাকায় দুস্থ, অনাথ ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এই অনুষ্ঠানে র্যাব মহাপরিচালকের পক্ষ থেকে এই উদ্যোগ নেয়া হয়।
এ সময় র্যাব-১০ অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান শিশুদের উদ্দেশে বলেন, “খেলাধুলা শুধুমাত্র শারীরিক সক্ষমতা বাড়ায় না, এটি মানসিক দৃঢ়তা, দলগত চেতনা ও নৈতিকতার বিকাশ ঘটায়। খেলার মাধ্যমে জয়ের আনন্দ উদ্যাপন এবং পরাজয় থেকে শিক্ষা নেওয়া যায়।” তিনি আরও যোগ করেন, “শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এছাড়া, তিনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনগণের সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন। ক্রীড়া সামগ্রী পেয়ে সুবিধাবঞ্চিত শিশুরা উচ্ছ্বাস প্রকাশ করে এবং র্যাব-১০ এর প্রতি কৃতজ্ঞতা জানায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র্যাব-১০, সিপিসি-২, মুন্সীগঞ্জের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন, সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান, জাগরণী সংসদের সহসভাপতি নুরুজ্জামান ভুঁইয়া পাপুলসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।