রোডম্যাপ বাস্তবায়নে সুপ্রীম কোর্ট ও সরকার নিবিড়ভাবে কাজ করছে: প্রধান বিচারপতি
বাংলাদেশের বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ বাস্তবায়নে সুপ্রীম কোর্ট ও সরকার নিবিড়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
আজ শনিবার (১২ এপ্রিল) সকালে খুলনার হোটেল সিটি ইন-এ “Judicial Independence and Efficiency in Bangladesh” শীর্ষক রিজিওনাল সেমিনারে তিনি এ কথা বলেন। সেমিনারটি বাংলাদেশ সুপ্রীম কোর্ট ও UNDP-এর যৌথ উদ্যোগে আয়োজিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মাদ আলী। প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, “বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা বৃদ্ধিতে আমাদের গ্রহণকৃত রোডম্যাপ একটি যুগোপযোগী পদক্ষেপ। এর বাস্তবায়নে অন্তবর্তীকালীন সরকারের সক্রিয়তা অত্যন্ত প্রশংসনীয়।”
তিনি জানান, সরকার ও সুপ্রীম কোর্টের সমন্বয়ে উচ্চ আদালতে বিচারক নিয়োগের জন্য অধ্যাদেশ প্রণয়ন, পৃথক বিচার বিভাগীয় সচিবালয়ের উদ্যোগ, মামলার জট কমাতে নতুন বিচারকের পদ সৃষ্টি এবং বিশেষায়িত বাণিজ্য আদালত গঠনের প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়েছে।
প্রধান বিচারপতি আরও বলেন, “কক্সবাজারে সুপ্রীম কোর্ট রিসার্চ ইনস্টিটিউট চালু করতে দুটি বিশেষ কমিটি কাজ করছে। বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত সেমিনারগুলো থেকে পাওয়া মতামত যুক্ত করে শিগগিরই একটি স্ট্র্যাটেজিক প্ল্যান প্রস্তুত করা হবে।”
UNDP বাংলাদেশের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ স্টিফেন লিলার তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, “বিচার বিভাগ সংস্কারে প্রণীত রোডম্যাপ সময়োপযোগী এবং UNDP এই প্রক্রিয়ায় পাশে থাকবে।”
সেমিনারে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এছাড়া খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার বিভিন্ন পর্যায়ের বিচারকবৃন্দ, খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, সরকারি কৌঁসুলী, পাবলিক প্রসিকিউটরসহ সংশ্লিষ্টরা সেমিনারে অংশ নেন।