রেল হাসপাতালে সাধারণ মানুষও পাবে চিকিৎসাসেবা: উপদেষ্টা ফাওজুল কবির
রেলওয়ের হাসপাতালগুলোতে রেলকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণও চিকিৎসাসেবা পাবেন বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
শুক্রবার (১১ এপ্রিল) চট্টগ্রাম নগরের সিআরবিতে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, “চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীর চাপে শয্যা খালি থাকে না। অথচ রেলওয়ে হাসপাতালগুলোতে শয্যা খালি পড়ে থাকে। এই ব্যবধান দূর করতে এবং জনগণের সেবায় রেল হাসপাতালগুলোকে সম্পৃক্ত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমঝোতা স্মারক চুক্তি করবে রেলপথ মন্ত্রণালয়।”
হাসপাতালের কার্যকারিতা বাড়াতে চার দফা নির্দেশনা দেন উপদেষ্টা: ১. হাসপাতাল পরিচালনার জন্য একটি পরিচালনা পর্ষদ গঠন, ২. স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে চিকিৎসক সংযুক্ত করা, ৩. স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় ওষুধ, যন্ত্রপাতি ও খাবার সরবরাহ, ৪. দ্রুত চিঠির মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ স্থাপন।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামকে এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন তিনি।
হাসপাতাল পরিদর্শনকালে উপদেষ্টা রেলপথ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং হাসপাতালের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় কর্মকর্তারা রোগী ভর্তি না হওয়া, যন্ত্রপাতির সংকট এবং আমলাতান্ত্রিক জটিলতার কথা তুলে ধরেন।
উল্লেখ্য, রেলওয়ের অধীনে বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, পাকশী, লালমনিরহাট ও সৈয়দপুরে মোট ২৭০ শয্যাবিশিষ্ট হাসপাতাল রয়েছে। কিন্তু বেশিরভাগ সময়ই এসব হাসপাতাল রোগী শূন্য থাকে।