রূপসা ঘাটে ট্রলার থেকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু, প্রতিবাদ করায় যুবককে মারধর
খুলনার রূপসা ট্রলার ঘাটে অতিরিক্ত যাত্রী বহনের কারণে এক অজ্ঞাতনামা শিশু নদীতে পড়ে মর্মান্তিকভাবে মারা গেছে। এ ঘটনায় প্রতিবাদ করায় রায়হান (২২) নামের এক যুবককে বেধড়ক মারধর করেছে ঘাটের ট্রলার মাঝিরা।
বুধবার (২৩ জুলাই) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে রূপসা নদী পারাপারের সময় ট্রলারে অতিরিক্ত যাত্রী তোলার কারণে ৪-৫ বছর বয়সী এক শিশু নদীতে পড়ে যায়। পরবর্তীতে একটি দ্রুতগতির ট্রলার পূর্ব রূপসা খেয়াঘাটে ভিড়লে আরও এক যুবক নদীতে পড়ে যায়। ওই ট্রলারের যাত্রী রায়হান অতিরিক্ত যাত্রী বহনের প্রতিবাদ করলে একাধিক ট্রলার মাঝি তাকে ঘিরে ধরে বেধড়ক মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন।
আহত রায়হান রূপসা উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা। স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি ক্লিনিকে ভর্তি করেছেন।
রূপসা নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবুল খায়ের জানান, অজ্ঞাতনামা শিশুটির লাশ উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের লোকজন লাশ নিয়ে গেলেও তার নাম-পরিচয় জানা যায়নি।