রূপসায় সড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার
খুলনার রূপসা উপজেলায় সড়কের পাশ থেকে আশিকুর বাসার সাদ (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে উপজেলার নৈহাটি ইউনিয়নের জাবুসা এলাকার গোপিয়া ব্রিজের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়।
নিহত আশিকুর খুলনা মহানগরীর খালিশপুর বড় বয়রা ফকিরবাড়ির বাসিন্দা। তিনি বাবলু (খায়রুল) বাসারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপিয়া ব্রিজের পাশে রক্তাক্ত অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে পথচারীরা হাইওয়ে পুলিশকে খবর দেন। পরে কাটাখালি হাইওয়ে থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
কাটাখালি হাইওয়ে থানার এসআই আরাফাত জানান, “মরদেহের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
এ ঘটনায় এলাকাবাসীর মাঝে শোক ও উৎকণ্ঠা বিরাজ করছে। মরদেহ উদ্ধারের পেছনে দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।