রূপসায় জেলি পুশকৃত চিংড়িসহ একজনের কারাদণ্ড, ধ্বংস করা হয়েছে ১৫০০ কেজি মাছ
খুলনার রূপসায় জেলি পুশকৃত চিংড়িসহ বাবু মোল্লা নামের একজনকে আটক করেছে কোস্টগার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে জব্দকৃত ১ হাজার ৫০০ কেজি চিংড়ি নদীতে ফেলে ধ্বংস করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল ইলাইপুর মাকামের মোড় এলাকা থেকে বাগদা চিংড়ি বোঝাই একটি ট্রাক আটক করে।
আটক বাবু মোল্লা, ইলাইপুর এলাকার আব্দুল গফুর মোল্লার ছেলে।
ঘটনাস্থলে পৌঁছে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পরীক্ষার মাধ্যমে চিংড়িগুলোতে জেলি পুশের সত্যতা নিশ্চিত করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার আইন অনুযায়ী বাবু মোল্লাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
প্রশাসনের কর্মকর্তারা জানান, চিংড়িতে জেলি পুশ করার মাধ্যমে ওজন বাড়িয়ে তা বাজারে বিক্রি করা হয়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এর বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।