রূপসায় ওসির সঙ্গে বাকবিতণ্ডা, ১১ রুটে ৩ ঘণ্টা বাস চলাচল বন্ধ
খুলনার রূপসায় বাস শ্রমিকদের সঙ্গে রূপসা থানার ওসির বাকবিতণ্ডার জেরে পূর্ব রূপসা এলাকার ১১টি রুটে তিন ঘণ্টা বাস ও মিনিবাস চলাচল বন্ধ ছিল। এতে ব্যাপক দুর্ভোগে পড়েন যাত্রীরা।
শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে পূর্ব রূপসা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। পরে বেলা ১টার দিকে পুলিশ, বাস-মিনিবাস মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়নের যৌথ বৈঠকের পর বাস চলাচল স্বাভাবিক হয়।
জানা গেছে, হাইওয়ে সড়কে থ্রি-হুইলার যানবাহন (ইজিবাইক, মাহিন্দ্রা) নিষিদ্ধ করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন বাস শ্রমিকরা। এরই অংশ হিসেবে সকালে এক ইজিবাইকচালককে আটকে রাখে শ্রমিকরা। ইজিবাইকচালক থানায় অভিযোগ দিলে ওসি মো. মাহফুজুর রহমান ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং বুলু নামে এক শ্রমিককে হাতকড়া পরিয়ে নিতে চাইলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিক্ষুব্ধ শ্রমিকরা পরে সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে মালিক-শ্রমিক-পুলিশের সমন্বিত আলোচনার মাধ্যমে।
বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম মোল্লা বলেন, “ইজিবাইক ও মাহিন্দ্রার মতো যানবাহনগুলোই সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তবে শ্রমিকরা যেন হুটহাট করে বাস বন্ধ করতে না পারে, সে বিষয়ে ২৩ এপ্রিল শ্রমিক ইউনিয়নের সঙ্গে আলোচনা করা হবে।”
রূপসা থানার ওসি মো. মাহফুজুর রহমান বলেন, “থ্রি-হুইলার ও বাস শ্রমিকদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই এবং পরবর্তীতে বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়।”