রূপসায় ওয়ারেন্টভুক্ত পলাতক সন্ত্রাসী সাগর গ্রেফতার
খুলনার রূপসা থানা এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৬ যশোরের তালিকাভুক্ত পলাতক সন্ত্রাসী সাগর শেখকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সাগরের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, বিস্ফোরক, অস্ত্র, হত্যাচেষ্টা, চুরি ও মাদকসহ মোট ১৯টি মামলা রয়েছে, যার মধ্যে ৯টিতে সে ওয়ারেন্টভুক্ত আসামি।
র্যাব-৬ এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ মে (শুক্রবার) রাত ১১টার দিকে খুলনার রূপসা থানার জাবুসা এলাকায় র্যাবের যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া সাগর শেখ, গোপালগঞ্জ জেলার কাজলিয়া বাজার এলাকার ফায়েক শেখের ছেলে।
র্যাব জানায়, সাগর একজন চিহ্নিত ও তালিকাভুক্ত সন্ত্রাসী। তাকে আইনানুগ প্রক্রিয়ায় যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
ট্যাগস :