রূপসায় অস্ত্র ও মাদকসহ সন্ত্রাসী সোহাগের সহযোগী ও স্ত্রী গ্রেপ্তার
খুলনার রূপসা উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ১নং আইচগাতি ইউনিয়নের রাজাপুর গ্রামের কদমতলা মোড় সংলগ্ন পপুলার জুট মিলের সামনে একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, রূপসার কুখ্যাত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী সোহাগের সহযোগী সুমন মিয়া (৪৭), পিতা খোকন মিয়া এবং সোহাগের স্ত্রী রানী বেগম (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রূপসা থানার ওসি মোহাম্মাদ মাহফুজুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। সুমনের দেখানো মতে বসতবাড়ি তল্লাশি করে উদ্ধার করা হয়-১টি দেশীয় তৈরি পাইপ গান, ১টি দেশীয় তৈরি হাসুয়া, ২টি ছোরা, ৭ পুরিয়া গাঁজা, গাঁজা সেবনের জন্য ব্যবহৃত বড় শীশা (হুক্কা)।
রূপসা থানার ওসি মাহফুজুর রহমান বলেন, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, রূপসাকে মাদক ও অপরাধমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।