রুশ হামলায় বিধ্বস্ত ভারতীয় ওষুধ কোম্পানির গুদাম
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত ভারতীয় ওষুধ কোম্পানি কুসাম ফার্মাসিউটিক্যালস-এর গুদাম সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। রোববার (১৩ এপ্রিল) টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাস। দূতাবাসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাশিয়া ইচ্ছাকৃতভাবে ভারতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। তারা বিবৃতিতে বলেন, “বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও রাশিয়া আজ আমাদের কুসাম কোম্পানির গুদামে আঘাত হেনেছে, যা নিন্দনীয় ও অনভিপ্রেত।”
এই ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন ইউক্রেনে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত মার্টিন হ্যারিসও। তিনি বলেন, “রাশিয়া আবারও ইউক্রেনের বেসামরিক নাগরিক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।”
অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, গত ২৪ ঘণ্টায় ইউক্রেন রাশিয়ার জ্বালানি অবকাঠামোর ওপর পাঁচটি হামলা চালিয়েছে, যা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংঘর্ষবিরতির চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।
উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন সংঘাতে ভারত এখন পর্যন্ত নিরপেক্ষ অবস্থান ধরে রেখেছে। শান্তিপূর্ণ সমাধানের পক্ষে ভারত বরাবরই আহ্বান জানিয়ে আসছে। তবে এই হামলার ঘটনায় দিল্লি ও মস্কোর মধ্যকার কূটনৈতিক সম্পর্ক নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।