রুপসায় স্বামীর দায়ের কোপে গৃহবধূর মৃত্যু
পারিবারিক কলহের জেরে রুপসা উপজেলার যুগিহাটি এলাকার গৃহবধূ পারভীন বেগমকে স্বামীর দায়ের কোপে গুরুতর জখম করা হয়, পরে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর বেলা পৌনে ১২টায় পারিবারিক কলহের সময় পারভীন বেগম ও তার স্বামী পলাশ শেখের মধ্যে কথাকাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে পলাশ শেখ হাতে থাকা দা দিয়ে স্ত্রীকে আঘাত করেন। গুরুতর জখম অবস্থায় পারভীন বেগমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দুপুর সোয়া তিনটায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের স্বামী পলাশ শেখের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।