রুপসায় যুবতীকে ধর্ষণের ঘটনায় ১ জন গ্রেপ্তার, ৪ জনের বিরুদ্ধে মামলা
রাজশাহীর রুপসায় একটি মর্মান্তিক ধর্ষণের ঘটনা ঘটেছে, যেখানে ৪ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন ধর্ষিতার মা। পুলিশ অভিযুক্ত রাতুল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে, তবে অন্যান্য আসামীদের গ্রেপ্তার অভিযান এখনও চলমান।
মামলার অভিযোগে জানা গেছে, রুপসার আইচগাতি ইউনিয়নের সিংহের চর এলাকার বাসিন্দা রবিউল ইসলাম তার পরিবারসহ রিকশা চালিয়ে ভাড়া বাড়িতে বসবাস করেন। গত ১৩ মার্চ সন্ধ্যায় তার মেয়ে পাশের বাড়িতে তারাবি নামাজ পড়তে যাওয়ার পথে মাছের ঘেরের কাছে পৌঁছালে রাতুলসহ অন্য আসামিরা যুবতীর মুখ চেপে ধরে তাকে জাকিরের কলা বাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। বাড়িতে ফিরে যুবতী তার পরিবারকে এ ঘটনা জানালে তারা থানায় মামলা দায়েরের সিদ্ধান্ত নেয়।
এজাহারে বাদী উল্লেখ করেন যে, মামলার পর আসামী মহাসিন তাকে মামলা না করার জন্য হুমকি প্রদান করেছিলেন।
ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে এবং রাতুলকে গ্রেপ্তার করেছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই নকিব ইকবাল জানান, অন্যান্য আসামীদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। মামলার নম্বর ১৩, তারিখ ১৫/৩/২৫।
এই ঘটনায় এলাকায় ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে, এবং স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ পেয়েছে। পুলিশ এ ঘটনায় কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।