রুপসায় গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
খুলনার রুপসায় অভিযান চালিয়ে ২ রাউন্ড পিস্তলের তাজা গুলি ও ১৫ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত যুবকের নাম তাজুল হোসেন। তিনি নৈহাটি ইউনিয়নের রামনগর গ্রামের গোলাম হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ৮ এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্তিতে রুপসা থানার একটি দল নৈহাটি ইউনিয়নের নিকলাপুর এলাকার জাফরের মিল প্রাঙ্গণে অভিযান চালায়।
অভিযানে তাজুল হোসেনকে আটক করা হয় এবং তার কাছ থেকে ২ রাউন্ড তাজা গুলি ও ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রুপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন,
“আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”
ট্যাগস :