রাশিয়ায় বিধ্বস্ত উড়োজাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার
রাশিয়ার আমুর অঞ্চলে নিখোঁজ একটি উড়োজাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। অ্যাঙ্গারা এয়ারলাইন্সের আন্তোনভ-২৪ মডেলের উড়োজাহাজটি ব্লাগোভেশচেনস্ক থেকে টাইন্ডা বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করছিলো, কিন্তু গন্তব্যের মাত্র ১৬ কিলোমিটার আগে রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে বিধ্বস্ত হয়।
উড়োজাহাজে ৪৩ যাত্রী ও ৬ সদস্যের ক্রু ছিল। আমুর অঞ্চলের গভর্নর ভাসিলি অরলোভ জানান, উদ্ধার কাজে সর্বোচ্চ লোকবল ও সরঞ্জাম মোতায়েন করা হয়েছিল।
রাশিয়ার জরুরি বিভাগ জানায়, প্রাথমিকভাবে কেউ বেঁচে থাকার সম্ভাবনা নেই। দুর্ঘটনার কারণ হিসেবে খারাপ আবহাওয়া বা যান্ত্রিক ত্রুটি দুটি সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে।
ট্যাগস :