ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

রায়ের সমালোচনাকারীরা আদালত অবমাননা করছেন: ইশরাক

চেকপোস্ট ডেস্ক::

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে মেয়র হিসেবে নিজের জয় ঘোষণার রায়ের সমালোচকদের উদ্দেশ্যে ইশরাক হোসেন বলেছেন, “যারা এই রায়ের সমালোচনা করছেন, তারা আদালত অবমাননা করছেন।”

শনিবার (১৭ মে) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ইশরাক হোসেন বলেন, “নির্বাচনের ৩০ দিনের মধ্যে মামলা করা হয়েছিল। তাপস প্রভাব খাটিয়ে এই মামলা থামানোর চেষ্টা করেন। তখন আদালত আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ছিল। তবুও আইনি প্রক্রিয়া মেনেই আমরা রায় পেয়েছি। এই রায়ের বিরুদ্ধে যারা কথা বলছেন, তারা আদালতের প্রতি অবমাননা করছেন।”

তিনি জানান, গেজেট প্রকাশের বিষয়ে আইন উপদেষ্টা যে আপত্তি তুলেছেন, সেটিও ভিত্তিহীন।
“আইন উপদেষ্টা বলেছেন, তাদের মতামত না নিয়েই গেজেট প্রকাশ করা হয়েছে। কিন্তু বাস্তবে ফাইলটি তার টেবিলেই ছিল। ১০ কার্যদিবসের নিয়ম মেনেই গেজেট প্রকাশ করা হয়েছে।”

গেজেট প্রকাশের ২০ দিন পরও এখনো শপথ অনুষ্ঠান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন,
“আমরা শপথ গ্রহণের জন্য সম্পূর্ণ প্রস্তুত। কিন্তু অকারণে বিলম্ব করা হচ্ছে।”

সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দিকেও প্রশ্ন ছুড়ে দিয়ে ইশরাক বলেন,
“এই উপদেষ্টা পরিষদের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব কিনা, তা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন আছে। সরকারের ভেতরেই আরেকটি দল তৈরি হয়েছে যারা শুধু নিজেদের স্বার্থেই কাজ করছে।”

তিনি আরও বলেন, “বর্তমানে বিচারক ও বিচারকার্য নিয়ে এনসিপি পক্ষ থেকে বিষোদগার করা হচ্ছে। এমনকি তারা নিজেদের স্বার্থে প্রশাসক নিয়োগের চেষ্টাও করছে।”

চলমান আন্দোলনের প্রসঙ্গে তিনি জানান, “আমি কোনো আন্দোলনের ঘোষণা দেইনি, তাই চলমান কর্মসূচির সঙ্গে আমার সরাসরি সম্পৃক্ততা নেই। তবে জনগণের আন্দোলনের অধিকার অস্বীকার করাও যায় না। যারা এই আন্দোলনে বাধা দিচ্ছেন, তারা ফ্যাসিবাদের দোসর।”

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হিসেবে বিজয়ী হন। তবে ক্ষমতার পরিবর্তনের পর গেল ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম সেই রায় বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করেন।
এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন (ইসি) ইশরাক হোসেনকে নতুন মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করে। কিন্তু এখন পর্যন্ত তাকে শপথ গ্রহণ করানো হয়নি।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১০:৩৩:২৯ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
৫২৪ বার পড়া হয়েছে

রায়ের সমালোচনাকারীরা আদালত অবমাননা করছেন: ইশরাক

আপডেট সময় ১০:৩৩:২৯ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে মেয়র হিসেবে নিজের জয় ঘোষণার রায়ের সমালোচকদের উদ্দেশ্যে ইশরাক হোসেন বলেছেন, “যারা এই রায়ের সমালোচনা করছেন, তারা আদালত অবমাননা করছেন।”

শনিবার (১৭ মে) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ইশরাক হোসেন বলেন, “নির্বাচনের ৩০ দিনের মধ্যে মামলা করা হয়েছিল। তাপস প্রভাব খাটিয়ে এই মামলা থামানোর চেষ্টা করেন। তখন আদালত আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ছিল। তবুও আইনি প্রক্রিয়া মেনেই আমরা রায় পেয়েছি। এই রায়ের বিরুদ্ধে যারা কথা বলছেন, তারা আদালতের প্রতি অবমাননা করছেন।”

তিনি জানান, গেজেট প্রকাশের বিষয়ে আইন উপদেষ্টা যে আপত্তি তুলেছেন, সেটিও ভিত্তিহীন।
“আইন উপদেষ্টা বলেছেন, তাদের মতামত না নিয়েই গেজেট প্রকাশ করা হয়েছে। কিন্তু বাস্তবে ফাইলটি তার টেবিলেই ছিল। ১০ কার্যদিবসের নিয়ম মেনেই গেজেট প্রকাশ করা হয়েছে।”

গেজেট প্রকাশের ২০ দিন পরও এখনো শপথ অনুষ্ঠান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন,
“আমরা শপথ গ্রহণের জন্য সম্পূর্ণ প্রস্তুত। কিন্তু অকারণে বিলম্ব করা হচ্ছে।”

সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দিকেও প্রশ্ন ছুড়ে দিয়ে ইশরাক বলেন,
“এই উপদেষ্টা পরিষদের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব কিনা, তা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন আছে। সরকারের ভেতরেই আরেকটি দল তৈরি হয়েছে যারা শুধু নিজেদের স্বার্থেই কাজ করছে।”

তিনি আরও বলেন, “বর্তমানে বিচারক ও বিচারকার্য নিয়ে এনসিপি পক্ষ থেকে বিষোদগার করা হচ্ছে। এমনকি তারা নিজেদের স্বার্থে প্রশাসক নিয়োগের চেষ্টাও করছে।”

চলমান আন্দোলনের প্রসঙ্গে তিনি জানান, “আমি কোনো আন্দোলনের ঘোষণা দেইনি, তাই চলমান কর্মসূচির সঙ্গে আমার সরাসরি সম্পৃক্ততা নেই। তবে জনগণের আন্দোলনের অধিকার অস্বীকার করাও যায় না। যারা এই আন্দোলনে বাধা দিচ্ছেন, তারা ফ্যাসিবাদের দোসর।”

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হিসেবে বিজয়ী হন। তবে ক্ষমতার পরিবর্তনের পর গেল ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম সেই রায় বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করেন।
এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন (ইসি) ইশরাক হোসেনকে নতুন মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করে। কিন্তু এখন পর্যন্ত তাকে শপথ গ্রহণ করানো হয়নি।