রামপাল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
বাগেরহাটের রামপাল প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুর ১২ টায় দৈনিক সংবাদ সারাবেলা/নিউ এইজ প্রতিনিধি এম.এ. সবুর রানা’র সভাপতিত্বে এবং এশিয়ান টিভির প্রতিনিধি ও ক্লাবের সাধারণ সম্পাদক সুজন মজুমদার ও দৈনিক খুলনাঞ্চল পত্রিকার স্টাফ রিপোর্টার ও ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান উপস্থিত ছিলেন।
কমিটি গঠনের পরে, সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন দৈনিক তথ্যের প্রতিনিধি মোতাহার হোসেন মল্লিক। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আলোর বাংলাদেশের প্রতিনিধি এ.এইচ. নান্টু এবং সহ-সম্পাদক হিসেবে নির্বাচিত হন দৈনিক দেশ প্রতিনিধি মো. তারিকুল ইসলাম। দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিনিধি সুখময় ব্রহ্ম অর্থ সম্পাদক, পিএনএস নিউজের প্রতিনিধি মোল্লা হাফিজুর রহমান দপ্তর সম্পাদক, এবং দৈনিক আজবেলা প্রতিনিধি মো. হারুন শেখ প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: দৈনিক স্বাধীনমত প্রতিনিধি লায়লা সুলতানা। কার্য নির্বাহী সদস্য, দৈনিক অনির্বাণ প্রতিনিধি মো. কবির আকবর পিন্টু, দৈনিক সংগ্রাম প্রতিনিধি মো. রেজাউল ইসলাম, খুলনার চিঠি’র প্রতিনিধি মুর্শিদা পারভীন।
সাধারণ সদস্যরা হলেন, দৈনিক মাতৃভূমির খবরের প্রতিনিধি মো. মহিদুল সরদার, দৈনিক বার্তাপ্রবাহ প্রতিনিধি তুহিন মোল্লা, মোহনা টিভির জেলা প্রতিনিধি অমিত পাল, দৈনিক বিকাল বার্তার প্রতিনিধি আব্দুল্লাহ শেখ, দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি পবিত্র মন্ডল, ঢাকা পোষ্ট৭১.কম প্রতিনিধি মো. রেজাউল কবির।
নতুন কমিটির সদস্যরা একে অপরের সাথে সমন্বয় করে প্রেসক্লাবের কার্যক্রম এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেছেন।