রামপালে ১০ম শ্রেণীর ছাত্রীকে সহপাঠীদের মারধর, হাসপাতালে ভর্তি
বাগেরহাটের রামপাল উপজেলায় এক স্কুলছাত্রী র্যাগিংয়ের শিকার হয়ে গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা রত্না বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগে জানা যায়, গত ১৩ আগস্ট বুধবার সকাল ১০টায় ওই ছাত্রী (১৬) বাইনতলা কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ে যায়। স্কুল শেষে বিকেল ৪টার দিকে বাথরুমে গেলে, একই শ্রেণীর তিন ছাত্রী পরিকল্পিতভাবে তার মুখ ও গলা চেপে ধরে হত্যাচেষ্টার চেষ্টা করে। অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্ত এক ছাত্রীর মা রেক্সনা বেগমের নির্দেশে এই র্যাগিংয়ের ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় ছাত্রীকে প্রথমে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। অভিযোগে ঘটনাটিকে পূর্ব পরিকল্পিত ও শত্রুতামূলক বলা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত এক ছাত্রীর পিতা সেকেন্দর আলী ডাকুয়া জানান, “আমি বিষয়টি জানি না, তবে পুলিশ এসেছিল।” অপর অভিযুক্ত ছাত্রী জিয়া মোল্লার পিতা বলেন, “আমার মেয়ে নরম স্বভাবের, সে এধরনের ঘটনায় জড়িত নয়।” অন্য এক অভিযুক্ত ছাত্রী মোল্লা আ. হাইয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেল্লাল হোসেন বলেন, “মারপিটের বিষয়টি সত্য। এটি অত্যন্ত দুঃখজনক। স্কুলের পরিবেশ নষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।”
এ বিষয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ তামান্না ফেরদৌসি জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। এটি র্যাগিংয়ের শামিল। তিনি আরও বলেন, “আমি ২০ আগস্ট বুধবার উভয় পক্ষকে হাজির হওয়ার জন্য নোটিশ দিয়েছি।”