রামপালে মৎস্য ফার্মে বিষ প্রয়োগ: চাষির ২ লক্ষ টাকার ক্ষতি
বাগেরহাটের রামপালে একটি মৎস্য ফার্মে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এতে মৎস্য ফার্মের মালিক মো. তরিকুল ইসলাম আকুঞ্জীর ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় তিনি রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা গেছে, উপজেলার ধলদাহ গ্রামের মো. আকবর আলী আকুঞ্জীর ছেলে, বিএনপি নেতা মো. তরিকুল ইসলাম আকুঞ্জী দীর্ঘদিন ধরে ২৫ বিঘা জমি নিয়ে মৎস্য ফার্ম পরিচালনা করে আসছেন। তার ফার্মে রুই জাতীয় ধানি পোনা মজুদ ছিল। গত ১৪ মার্চ ভোর ৫টায় উজলকুড় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাহেব আলী আকুঞ্জী ও তার সহযোগী মো. রফিকুল গাইনসহ অজ্ঞাত ২-৩ জন, তরিকুলের ফার্মের ঘেরের পুকুরে বিষাক্ত সিডর নামক দুই বোতল কিট নাশক ছিটিয়ে দেন। এতে ঘেরের মাছ ভেসে উঠে মরতে থাকে।
এই ঘটনায় তরিকুল ইসলাম আকুঞ্জী জানান, “গত বছরও একই সময় বিষ প্রয়োগ করা হয়েছিল, যার ফলে আমার ২৫ মন মাছ মারা যায় এবং প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছিল।” তিনি আরও জানান, তার এবং সাহেব আলী আকুঞ্জীর মধ্যে পূর্ববতী বিবাদ চলছিল, যার কারণে সাহেব আলী তার ক্ষতি করতে এই কাজ করেছেন।
এ বিষয়ে সাহেব আলী আকুঞ্জী অভিযোগ অস্বীকার করে বলেন, “সব জমি আমার। আমি এসপি অফিসে কেস দিছি এবং এটি মোংলা সার্কেল অফিসে বিচারাধীন রয়েছে। তরিকুল আমার জমি জোর করে দখল করছে।”
রামপাল থানার ওসি মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, “লিখিত অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছি। ফয়লা ফাড়ির ফোর্স ঘটনাস্থলে গেছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”