রামপালে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের চেতনানাশক খাইয়ে সর্বস্ব লুট, একজনের অবস্থা আশঙ্কাজনক
বাগেরহাটের রামপালে চেতনানাশক মিশিয়ে মুক্তিযোদ্ধা আ. মান্নান ও তার পরিবারের সদস্যদের অজ্ঞান করে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পরিবারের তিনজন সদস্য হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনাটি ঘটে উপজেলার ঝনঝনিয়া গ্রামে। ভুক্তভোগী মুক্তিযোদ্ধা শেখ আ. মান্নান (৭৩), তার স্ত্রী মমতাজ বেগম (৬০) ও ছেলে শেখ তানভীর ইসলাম (৩৫) বুধবার (১৪ মে) রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।
পরদিন সকালে আ. মান্নানের মেয়ে ডায়না ফোনে যোগাযোগ করতে না পেরে বাড়িতে এসে দেখতে পান দরজা-জানালা খোলা এবং পরিবারের তিন সদস্য অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
তানভীর ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে আ. মান্নান ও তার স্ত্রীর অবস্থা স্থিতিশীল।
পরিবারের দাবি, দুর্বৃত্তরা ঘরে রাখা ৫০ হাজার টাকা এবং ৪০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়েছে।
রামপাল থানার ওসি (তদন্ত) মোতালেব হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।