রামপালে ভুয়া সংবাদের প্রতিবাদে স্বাস্থ্য সহকারীর সংবাদ সম্মেলন
বাগেরহাটের রামপালে নিজের বিরুদ্ধে প্রকাশিত ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন স্বাস্থ্য সহকারী এস. এম. ফরহাদ হোসেন। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুর ১টায় প্রেসক্লাব রামপালে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে তিনি প্রকৃত তথ্য তুলে ধরেন।
লিখিত বক্তব্যে ফরহাদ হোসেন জানান, দীর্ঘদিন ধরে তিনি একটি আধা-সরকারি প্রতিষ্ঠানে স্বাস্থ্য সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন এবং স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণও গ্রহণ করেছেন। গিলাতলা বাজারে তিনি সাধারণ রোগীদের প্রাথমিক স্বাস্থ্যপরামর্শ দিতেন। তবে তিনি কখনো জটিল বা গুরুতর রোগীর চিকিৎসা করেননি এবং নিজেকে উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষজ্ঞ হিসেবেও পরিচয় দেননি।
তিনি অভিযোগ করেন, কিছু লোক ইচ্ছাকৃতভাবে তাঁকে ভুল বুঝিয়ে বিভিন্ন গণমাধ্যমে তার বিরুদ্ধে অসত্য ও বানোয়াট তথ্য প্রকাশ করিয়েছে, যা তার সামাজিক ও পেশাগত সম্মানহানির কারণ হয়েছে।
সংবাদ সম্মেলনে ফরহাদ হোসেন গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমার সম্পর্কে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। সত্যতা যাচাই না করে এমন সংবাদ প্রকাশ করলে একজন সৎ কর্মীর সম্মান ক্ষুণ্ণ হয়। আমি প্রকৃত তথ্য তুলে ধরার সুযোগ চাই।”
তিনি ভবিষ্যতে এ ধরনের অসত্য তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।
 
																			 
										 
								                                        













