রামপালে বিএনপি নেতা মাহাফুজের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভায় বিএনপি নেতা মাহাফুজুর রহমান আকুঞ্জীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছেন তিন গ্রামের দুই শতাধিক গ্রামবাসী। বৃহস্পতিবার (৪ এপ্রিল) বেলা ১১টায় গৌরম্ভা ব্রিজ মোড়ের প্রধান সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীসহ বিপুলসংখ্যক গ্রামবাসী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পুটিমারী নদীর কচুয়া অংশের প্রায় দেড় থেকে দুই কিলোমিটার নদী খনন করা হলেও গ্রাম রক্ষা বাঁধ নির্মাণ করা হয়নি। ফলে গৌরম্ভা, শ্রীরম্ভা, কন্যাডুবি এলাকাসহ আশপাশের নিচু এলাকা বর্ষা মৌসুমে প্লাবিত হয়।
তারা আরও বলেন, “গত ১০ বছর ধরে প্রতি বর্ষা মৌসুমে আমরা পানির নিচে ডুবে যাচ্ছি। এবারও জোয়ার ও জলোচ্ছ্বাসে আমাদের বসতবাড়ি সম্পূর্ণ তলিয়ে যাবে। এমনকি কেউ মারা গেলে কবর দেওয়ার মতো উঁচু জায়গাও থাকে না।”
নদী খননের বিষয়ে আলোচনার সময় ২৫ মার্চ বিকেল ৩টায় কচুয়া বাঁধের কাছে শরাফত শেখ, ফিরোজ আকুঞ্জী, মুরাদ আকুঞ্জী ও কবির শেখসহ কয়েকজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
এ ঘটনার পর একটি মহল বিএনপি নেতা মাহাফুজ আকুঞ্জীকে জড়িয়ে বিভিন্ন পত্রিকা, অনলাইন ও সামাজিক মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। তারা দাবি করেন, “গ্রামবাসীর স্বার্থবিরোধী একটি মহল সত্য ঘটনা আড়াল করে অপপ্রচার চালাচ্ছে, যাতে আমাদের বাড়িঘর তলিয়ে যায় এবং জমির মালিকদের ক্ষতি হয়।”
মানববন্ধনে বক্তব্য দেন-গৌরম্ভা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ও উপজেলা বিএনপি সদস্য মাষ্টার মুজিবর রহমান জোয়ার্দার, গৌরম্ভা ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য আমিনুল ইসলাম কুটি, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাফুজ আকুঞ্জী, ওয়ার্ড সাধারণ সম্পাদক হালিম আকুঞ্জী, ইউনিয়ন জামায়াতের অফিস সম্পাদক আবু মুসা আকুঞ্জী।
বক্তারা অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং প্রকৃত ঘটনা তুলে ধরার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।