রামপালে বিএনপি নেতাদের উপর সন্ত্রাসী হামলা ও তুহিনের পদত্যাগ দাবিতে প্রতিবাদ সমাবেশ
বাগেরহাটের রামপালে শেখ হাফিজুর রহমান তুহিনের নির্দেশে আওয়ামী সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও তুহিনের বহিষ্কারের দাবিতে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১টায় উপজেলার ফয়লাহাট বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ ফিরোজ কবির, আলতাফ হোসেন বাবু, মাহাতাব আলী মোরল, হাওলাদার জাহিদুল ইসলাম, তিতাস শেখ, শেখ আব্বাস আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী অজিয়ার রহমান, মো. আক্তারুল মোরল, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোল্লা তারিকুল ইসলাম শোভন, পল্লব হোসাইন রাজু, শেখ ইয়াছিন আরাফাত প্রমুখ।
বক্তারা সম্প্রতি বিএনপি নেতা-কর্মীদের উপর নৃশংস হামলা করে গুরুতর আহত ও পঙ্গু করার ঘটনার বিচার দাবি করেন। তারা একের পর এক হামলা বন্ধ এবং আওয়ামী সন্ত্রাসীদের হামলার কারণে হাফিজুর রহমান তুহিনের পদত্যাগের দাবি জানান। সমাবেশে প্রায় সাড়ে তিন সহস্রাধিক নারী-পুরুষসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।