রামপালে ধানের শীষের নির্বাচনী জনসভায় দৃঢ় অঙ্গীকার বিএনপি প্রার্থীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট-৩ (রামপাল–মোংলা) সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদুল ইসলাম (ডা. ফরিদ) বলেছেন, প্রয়োজনে জীবন দেব, কিন্তু জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার কোনোভাবেই কেড়ে নিতে দেব না।
তিনি বলেন, জনগণের শক্তিই বিএনপির মূল শক্তি। সেই শক্তিকে সঙ্গে নিয়েই সকল ষড়যন্ত্র, অন্যায় ও দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো হবে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকাল ৪টায় রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নের কালেখারবেড় দিঘীর পাড়ে শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত ধানের শীষের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৫ নম্বর রাজনগর ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। নারী-পুরুষসহ শত শত নেতাকর্মী মুহূর্মূহু স্লোগানে সভাস্থল প্রকম্পিত করে তোলে।
জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন রামপাল উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান (তুহিন) এবং সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু। তারা বলেন, জনগণের অধিকার আদায়ে বিএনপি সবসময় রাজপথে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. দেলোয়ার হোসেন ইজারাদার।
মঞ্জুরুল রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুমুর রহমান মাসুম, মো. রুহুল আমীন, মো. ইকবাল হোসেন, শাহিনুর রহমান পলাশ, শামীম হাসান তিতাস, মোল্লা তরিকুল ইসলাম শোভন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদুল ইসলাম আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষের জানমাল, ভোটাধিকার ও বাকস্বাধীনতা পূর্ণমাত্রায় নিশ্চিত করা হবে। রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানে জবাবদিহিতা প্রতিষ্ঠা করে দুর্নীতি ও দুঃশাসনের অবসান ঘটানো হবে। তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠা করা সম্ভব।
জনসভা শেষে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে শেখ ফরিদুল ইসলামকে বিজয়ী করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।



















