রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্রের চোরাই সিন্ডিকেটের হামলায় ব্যবসায়ী আহত
বাগেরহাটের রামপাল উপজেলার কৈগর্দাসকাটির চরে তাপবিদ্যুৎ কেন্দ্রের চোরাই মালামাল ক্রয়ে বাধা দেওয়ায় মাছের ঘের ব্যবসায়ী বিল্লাল শেখ (৩৩) সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
গত ৮ জানুয়ারি বুধবার দুপুর ১টার দিকে বাড়ি থেকে সাদা মাছের ঘের কিনতে বের হন কৈগর্দাসকাটি গ্রামের মোসলেম শেখের ছেলে বিল্লাল শেখ। এ সময় চোরাই সিন্ডিকেটের সদস্যরা তার পথরোধ করে। অভিযোগ রয়েছে, কৈগর্দাসকাটি গ্রামের আলতাফ হোসেনের ছেলে আব্দুল হামিদ এবং সাবজেল ফকিরের নেতৃত্বে সন্ত্রাসীরা বিল্লালের ওপর হামলা চালায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ত্রাসী খায়রুল চাপাতি দিয়ে বিল্লালের মাথায় আঘাত করে এবং অন্যান্য সহযোগীরা তাকে দা, রড দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর আহত করে। সন্ত্রাসীরা বিল্লালের কাছে থাকা সাড়ে ৮ লাখ টাকা ও একটি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে যায়।
হামলায় বিল্লালের মাথার খুলি কেটে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। তার শরীরে গুরুতর আঘাতের কারণে প্রস্রাব ও মলদ্বার থেকে রক্তক্ষরণ হচ্ছে। বিল্লালের ভাই মনি শেখ জানিয়েছেন, সিটি স্ক্যানের রিপোর্টে তার গুরুতর শারীরিক অবস্থা নিশ্চিত হওয়া গেছে।
এ ঘটনায় রামপাল থানায় মামলা করার প্রস্তুতি চলছে। তবে অভিযুক্তদের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, তাপবিদ্যুৎ কেন্দ্রের চোরাই মালামাল নিয়ে একাধিক সিন্ডিকেট সক্রিয়, যা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে।
রামপাল থানার ওসি মো. সেলিম রেজা জানিয়েছেন, “আহত হওয়ার বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্বজনেরা মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের দাবি, তাপবিদ্যুৎ কেন্দ্রের চোরাই মালামাল সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হোক।