রামপালে গোয়ালঘরে আগুন: গরু, ছাগল, মুরগি পুড়ে ছাই
বাগেরহাটের রামপাল উপজেলার বড়দিয়া গ্রামের চরে এক হতদরিদ্র ফল বিক্রেতার গোয়ালঘরে অগ্নিকাণ্ডে গাভী, ছাগল ও মুরগি পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।
ঘটনাটি ঘটে সোমবার (৪ আগস্ট) রাত ১টা থেকে ২টার মধ্যে। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে অজ্ঞাতদের বিরুদ্ধে রামপাল থানায় লিখিত অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত রফিকুল ইসলাম।
রফিকুল জানান, দুর্বৃত্তরা গভীর রাতে তার গোয়ালঘরে আগুন লাগিয়ে দেয়। এতে একটি গাভীন গরু, দুইটি ছাগল এবং ২০টি মুরগি পুড়ে মারা যায়। বিদ্যুৎ সংযোগ না থাকায় এটি দুর্ঘটনা নয় বলে তার দাবি। তিনি ধারণা করছেন, শত্রুতাবশত কেউ আগুন দিয়েছে।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভাবগ্রস্ত রফিকুলের পরিবার এখন মানবেতর জীবনযাপন করছেন এবং সরকারের সহযোগিতা কামনা করেছেন।
ট্যাগস :