রামপালে গচ্ছিত টাকা নিয়ে গৃহবধূর গা-ঢাকা, স্ত্রীর সন্ধানে দ্বারে দ্বারে ঘুরছেন স্বামী
বাগেরহাটের রামপালে গচ্ছিত তিন লাখ টাকা নিয়ে পেয়ারা বেগম (৩৫) নামের এক গৃহবধূ নিখোঁজ হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্ত্রী ও টাকা উদ্ধারে রামপাল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী স্বামী আকবর শেখ।
লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার বড়দিয়া গ্রামের মৃত রব শেখের ছেলে আকবর শেখ প্রায় ২০ বছর আগে পার্শ্ববর্তী সিংগড়বুনিয়া গ্রামের হাসেন শেখের মেয়ে পেয়ারা বেগমকে বিয়ে করেন। তাদের সংসারে দুই সন্তান রয়েছে।
গত ১৬ এপ্রিল সকালে ওষুধ কেনার কথা বলে বাড়ি থেকে বের হন পেয়ারা বেগম। এসময় স্বামী ঘুমিয়ে ছিলেন। পরে ঘরের ড্রয়ারে রাখা জমি বিক্রির গচ্ছিত তিন লাখ টাকা নিয়ে তিনি নিখোঁজ হন। দীর্ঘ এক মাস পেরিয়ে গেলেও এখনও তার কোনো খোঁজ মেলেনি।
ভুক্তভোগী আকবর শেখ জানান, “আমার একমাত্র সম্বল ছিল জমিটি, তা বিক্রি করে টাকা রেখেছিলাম। সেই টাকা নিয়েই এখন স্ত্রী উধাও। আমি সমাজপতিদের কাছে গিয়েছি, এখন পুলিশের কাছে আশ্রয় নিয়েছি।”
রামপাল থানার ওসি (তদন্ত) মোতালেব হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, “অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।”