রামপালে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
বাগেরহাটের রামপালে ৩৭ জন কৃতি শিক্ষার্থীর মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) দুপুর ২টায় শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়িত ‘পারফরম্যান্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (PBGS-I)’ কর্মসূচির আওতায় এই পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা শিক্ষা কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আফতাব আহমেদ, রামপাল সরকারি কলেজের অধ্যক্ষ সমীর কুমার দেব, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা ও শিক্ষক পুষ্পেন সরকার।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, পরিচালনা পরিষদের সদস্য, সাংবাদিক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অতিথিরা বলেন, “এ ধরনের পুরস্কার শিক্ষার্থীদের মেধা ও মনোবলকে আরও বাড়িয়ে তুলবে, যা ভবিষ্যতে তাদের সফলতার পথ সুগম করবে।”