রামপালে ইলিশ রক্ষায় অভিযান: ১০ হাজার মিটার জাল জব্দ
বাগেরহাটের রামপালে ইলিশ সংরক্ষণে কঠোর অভিযান পরিচালনা করেছে প্রশাসন। মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার মোংলা-ঘোষিয়াখালী চ্যানেল ও দাউদখালী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে প্রায় ১০ হাজার মিটার কারেন্ট ও বাঁধা জাল জব্দ করা হয়। পরবর্তীতে রামপাল খেয়াঘাট সংলগ্ন মাঠে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয় ইলিশ সম্পদ রক্ষার্থে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ তামান্না ফেরদৌসি। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার, মেরিন ফিসারিজ কর্মকর্তা মো. হেলাল উদ্দিন, গণমাধ্যমকর্মী ও নৌবাহিনীর সদস্যরা।
ইউএনও তামান্না ফেরদৌসি জানান, “ইলিশের প্রধান প্রজনন মৌসুমে অবৈধ জাল ব্যবহার করে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় প্রশাসন জানায়, ইলিশ মা মাছের নিরাপদ ডিম ছাড়ার সময়কে ঘিরে ২২ দিন nationwide নিষেধাজ্ঞা জারি রয়েছে। এ সময়ে নদীতে সব ধরনের জাল ফেলা আইনত দণ্ডনীয়।
 
																			 
										 
								                                        













