রামপালে আ.লীগ নিষিদ্ধের দাবিতে সড়ক অবরোধ
আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে বাগেরহাটের রামপালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার (৯ মে) সকাল ১০টায় ফয়লাহাটে খুলনা-মোংলা মহাসড়কে এই কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে অবস্থান নেন এবং সরকার ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন। তারা বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে’ এবং ‘স্বৈরাচার হাসিনার দ্রুত বিচার চাই’।
সমাবেশে বক্তব্য দেন নাগরিক কমিটির সভাপতি জুয়েল, ছাত্র আন্দোলনের নেতা খালিদ হাসান, আল আমিন শেখ, উপজেলা জামায়াত সেক্রেটারি জেহাদুল ইসলাম ও সরদার মহিদুল ইসলামসহ আরও অনেকে।
ট্যাগস :