রামপালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা, ২৮ জনের বিরুদ্ধে মামলা
বাগেরহাট জেলা প্রতিনিধি, হারুন শেখ: বাগেরহাটের রামপাল উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা, ভাংচুর এবং লুটপাটের অভিযোগে উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিনসহ ২৮ জনের বিরুদ্ধে রামপাল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে মামলাটি দায়ের করেন উপজেলার মালিডাঙ্গা গ্রামের আ. হাই শেখের ছেলে নজমল শেখ।
মামলার বিবরণে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০ টায় রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুলনা-মোংলা মহাসড়কের চেয়ারম্যান মোড়ের মাহিদ শেখের দোকানের সামনে আসামীরা একত্রিত হন। এ সময় উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিনের নির্দেশে আসামীরা রাম দা, ছোরা, রড, হাতুড়ী ও লাঠি নিয়ে হামলা চালান। হামলার ফলে মা ও ঝনঝনিয়া গ্রামের আল আমিন, আজমল শেখ, আহম শেখ, শহিদ শেখ, আশরাফ শেখ, তাহিদুল শেখ, বাবু শেখ, কালাম শেখ, শোয়েব শেখ, মাহিদ শেখ ও হুসাইন ব্যাপারী গুরুতর আহত হন।
এ বিষয়ে শেখ হাফিজুর রহমান তুহিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি, ফলে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
রামপাল থানার ওসি মো. সেলিম রেজা এ ব্যাপারে জানিয়ে বলেন, “মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত, এবং আসামীদের আটকের চেষ্টা চলছে।”