রামপালে আকরাম মুন্সীর জায়গা দখল চেষ্টার অভিযোগ
বাগেরহাট জেলার রামপাল উপজেলার চিত্রা গ্রামের দরিদ্র ভূমি মালিক আকরাম মুন্সী অভিযোগ করেছেন যে, তার ভোগদখলীয় জমি দখল করার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় প্রতিকার চেয়ে আকরাম হোসেন বাগেরহাট জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা গেছে, আকরাম হোসেন চিত্রা মৌজার এসএ ৯৫ খতিয়ানের এসএ ৩১৮/৭৪৭ দাগের ২.৩০ একর জমির মধ্যে ০.৬০০০ একর জমির প্রাপ্যতা পেয়েছেন। কিন্তু একই এলাকার মৃত মোস্তফা মল্লিকের ছেলে কামাল উদ্দিন মল্লিক, জব্বার আলীর ছেলে সাহেব আলী শেখ, সাহেব আলীর ছেলে রেজোয়ান শেখ এবং ছাদ্দাম শেখ জমির সীমানা নিয়ে বিতর্ক তুলে আকরামের বাড়িতে প্রবেশ করে পুকুরে থাকা মাছ, গাছে থাকা নারকেল এবং জমিতে থাকা ফসলাদি লুটপাট করে নিয়ে যায়। তারা জমি দখলের জন্য ‘সীমানা ঠিক নেই’ বলে দাবি করে জমি দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ভুক্তভোগী আকরাম অভিযোগে উল্লেখ করেন, চিত্রা মৌজার এসএ ২৯১ নং খতিয়ানের ৩১৮ দাগের জমি ২.৩০ একর, যার মধ্যে ২.৩০ একর জমি ভূয়া খতিয়ানভূক্ত হয়েছে। তিনি আরও জানান, সম্পূর্ণ জমি তাদের (প্রতিপক্ষ) দাবি করে ভোগদখল করার চেষ্টা করছে। ইতিমধ্যে জমি সংক্রান্ত একটি মামলা বাগেরহাটের বিজ্ঞ আদালতে চলমান রয়েছে (মামলা নম্বর: ১৩/২০১২)। তবে মামলার পরেও প্রতিপক্ষের পক্ষ থেকে জমি দখলের প্রচেষ্টা থেমে যায়নি।
আকরাম মুন্সী বলেন, তার বিরুদ্ধে শক্তিশালী প্রতিপক্ষ হওয়ায় তিনি নিরাপত্তাহীনতায় রয়েছেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগের বিষয়ে প্রতিপক্ষ কামাল উদ্দিন মল্লিক ও সাহেব আলী শেখের কাছে জানতে চাইলে তারা জানান, “আকরাম মুন্সী কোন জমি পাবেন না, জমির মালিক হলেন জেহাদ হোসেন।”
এ ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয় প্রশাসনের নিকট একযোগে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হচ্ছে।