রামপালে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটের রামপাল উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না ফেরদৌসি।
সভায় উপজেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, অবৈধ বালু উত্তোলন, খাল ও মৎস্য ঘের দখল, বাজার মনিটরিংসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে জানানো হয়, উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক থাকলেও মাদক, সরকারি খাল ও মৎস্য ঘের দখলকারী চক্র এখনো বেপরোয়া। এই বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য ইউএনও ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দৃষ্টি আকর্ষণ করা হয়।
এছাড়াও বাজারে পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টানানো নিশ্চিত করতে নিয়মিত মনিটরিংয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। ভূগর্ভস্থ অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
সভায় ইউএনও তামান্না ফেরদৌসি সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদকে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেন এবং ওসি আতিকুর রহমানকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে অনুরোধ করেন।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস. এ. আনোয়ারুল কুদ্দুস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফরহাদ আলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেন, রামপাল সরকারি কলেজের শরীরচর্চা শিক্ষক মো. তাহিদুল ইসলাম, প্রেসক্লাব রামপালের সাধারণ সম্পাদক সুজন মজুমদার, হুড়কা ইউনিয়ন পরিষদের সচিব হরিপদ সরকার প্রমুখ।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ইউপি সচিব ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।