রামপালের সন্নাসী মাধ্যমিক বিদ্যালয় রূপান্তরিত হচ্ছে কলেজিয়েট স্কুলে
বাগেরহাটের রামপালের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ দিতে সন্নাসী মাধ্যমিক বিদ্যালয়কে কলেজিয়েট স্কুলে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছরেই একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
বুধবার (২৩ জুলাই) এ সংক্রান্ত বিষয় পরিদর্শনে বিদ্যালয়ে আসেন যশোর শিক্ষা বোর্ডের ডেপুটি কলেজ পরিদর্শক মো. রাকিবুল ইসলাম। তিনি বিদ্যালয়ের অবকাঠামো, শ্রেণিকক্ষ ও পাঠদানের সম্ভাব্যতা যাচাই করে সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনকালে তিনি বলেন, “এতদিন এখানে উচ্চ মাধ্যমিক স্তর না থাকাটা সত্যিই অবাক করা। এলাকাবাসীর দীর্ঘদিনের চাহিদার প্রেক্ষিতে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাদশ শ্রেণি খোলার সুপারিশ করব।”
স্থানীয় সূত্রে জানা গেছে, মল্লিকেরবেড় ইউনিয়ন ও আশপাশে প্রায় ১৫-২০টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা থাকলেও কোনো কলেজ নেই। নিকটবর্তী কলেজের দূরত্ব ২০ থেকে ৩০ কিলোমিটার। অধিকাংশ অভিভাবক দরিদ্র হওয়ায় শিক্ষার্থীদের, বিশেষ করে মেয়েদের উচ্চশিক্ষা প্রায় অসম্ভব হয়ে পড়ে। অনেক মেয়ে এসএসসি পাশ করেই ঝরে পড়ে, অনেকের কম বয়সেই বিয়ে হয়ে যায়।
এই বাস্তবতায়, এলাকার কৃতি সন্তান ও সচেতন ব্যক্তিবর্গ সম্মিলিত উদ্যোগ নেন কলেজিয়েট স্কুল গঠনের। উদ্যোগে নেতৃত্ব দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও খাদ্য অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) মো. আমিনুল ইসলাম, প্রবাসী সমাজসেবক আল মামুন হাওলাদার, প্রধান শিক্ষক সন্তোষ কুমার পাল, সাবেক ইউপি বিএনপি সভাপতি আ. আলীম, যুবদল নেতা হাওলাদার জাহিদুল ইসলাম ও ইউনিয়ন বিএনপি নেতা সাজারুল ইসলাম সাজু প্রমুখ।
বিদ্যালয় পরিদর্শনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী বিদ্যালয়ে জড়ো হন। তারা অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং অবিলম্বে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু করার জোর দাবি জানান।