রামপালের কৈগদ্দাকাঠিতে ভূমিদস্যু ও দাঙ্গাবাজদের শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
বাগেরহাটের রামপাল উপজেলার ১নং গৌরম্ভা ইউনিয়নের কৈগদ্দাকাঠি গ্রামে ভূমিদস্যু ও দাঙ্গাবাজদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) সকাল ১১টায় এ মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় এলাকাবাসী। প্রায় ১৫০ থেকে ২০০ জন নারী-পুরুষ এতে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সিরাজুল ইসলাম রাঙ্গা, মিজান শেখ এবং আমিনুল শেখ ওরফে মার্শাল নামের তিন ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় ভূমি দখল, সন্ত্রাসী কর্মকাণ্ড, মিথ্যা মামলার ভয়ভীতি এবং সামাজিক অস্থিরতা সৃষ্টি করে চলেছেন। তারা দাবি করেন, এ চক্রের কারণে গ্রামের সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তিরা স্বৈরাচারী রাজনীতির সাথে সম্পৃক্ত এবং অতীতে ছাত্র আন্দোলনের বিরোধিতা ও নিরীহ মানুষের ওপর দমন-পীড়নের সাথে জড়িত ছিলেন। এমনকি ‘অপারেশন ডেভিল হান্ট’-এর মতো আলোচিত অভিযানের সাথেও তাদের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে, যা তাদের অপরাধী চিত্রকে আরও স্পষ্ট করে।
মানববন্ধনে এক বক্তা বলেন, “আমরা শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। কিন্তু কিছু সন্ত্রাসী গোটা এলাকাকে জিম্মি করে রেখেছে। এখনই যদি প্রশাসন হস্তক্ষেপ না করে, তাহলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।”
অন্য এক বাসিন্দা জানান, “এই চক্রের বিরুদ্ধে যদি দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করা হয়, তবে এলাকাবাসী আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণে বাধ্য হবে।”
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি সাংবাদিকদের জানান, “লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রশাসনের প্রতি দ্রুত ও কার্যকর হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।