রাবি শিক্ষার্থীকে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে থানায় সোপর্দ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অরিত্রকে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে থানায় সোপর্দ করেছে স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। সোমবার (১৩ মে) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, “ওই শিক্ষার্থীকে ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট থাকার সন্দেহে তুলে এনে থানায় সোপর্দ করা হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ১০টার দিকে মোটরসাইকেলে দুই শিক্ষার্থী ক্যাম্পাসে প্রবেশ করার সময় কয়েকজন ব্যক্তি তাদের ওপর চড়াও হয় এবং মারধরের পর একজনকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান জানান, “প্রধান ফটক থেকে শিক্ষার্থী অপহরণের অভিযোগ পেয়ে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হয়। সেখানে কয়েকজনকে ওই ছাত্রকে জোর করে নিয়ে যেতে দেখা গেছে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে জানতে পারি, তাকে মতিহার থানায় সোপর্দ করা হয়েছে।”
প্রক্টর আরও বলেন, “অরিত্রের বিরুদ্ধে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছেন স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সমাধানের চেষ্টা চালাচ্ছে। অরিত্রের নামে কোনো মামলা রয়েছে কি না, সেটিও যাচাই করা হচ্ছে।”
এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।