রাবারড্যাম ঠিক না হলে আপনাকে রিপেয়ার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “রাবারড্যাম দিয়ে পানি ঢুকছে, আপনি কোথায় বসে টাকার হিসাব করছেন? এক সপ্তাহের মধ্যে ঠিক না হলে আপনাকেই রিপেয়ার করা হবে।”
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় সুনামগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর এলাকায় ‘ধান কাটা উৎসব’-এ অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
স্থানীয় কৃষকরা জানান, গজারিয়া রাবারড্যামে ছিদ্র হয়ে পানি প্রবেশ করছে, যার ফলে বিশ্বম্ভরপুর উপজেলার করচার হাওরের ফসল হুমকির মুখে। বিষয়টি জানার পর উপদেষ্টা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলীকে খুঁজে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং মুঠোফোনে জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেনকে সতর্ক করে এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, “হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটার ক্ষেত্রে প্রতি কেয়ার (৩০ শতাংশ) জমির জন্য ১ হাজার ৮০০ টাকা নেওয়া যাবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
প্রসঙ্গত, গজারিয়া রাবারড্যামটির নির্মাণ ত্রুটি নিয়ে স্থানীয় কৃষকদের মাঝে চরম উদ্বেগ বিরাজ করছে। কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে।