রাণীশংকৈলে কবরস্থান গেটের ছাঁদ ধসে ট্রাক্টর চালকের মৃত্যু
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কবরস্থানে মাটি ভরাট শেষে ফেরার পথে কবরস্থান গেটের ছাঁদ ধসে হযরত আলী (৩৫) নামে এক ট্রাক্টর চালক নিহত হয়েছেন।
বুধবার (১৪ মে) দুপুর ১২টার দিকে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের পূর্ব বনগাঁও গ্রামের পাঁচপীর কবরস্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত হযরত আলী বাচোর ইউনিয়নের টেকিয়া মেহেশপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হযরত আলী সকাল থেকে বালুবাহী ট্রাক্টর দিয়ে কবরস্থানে মাটি ভরাট করছিলেন। কাজ শেষে ফেরার সময় অসাবধানতাবশত ট্রাক্টরের হাইড্রোলিক বডি নামানো হয়নি। ফলে গেট পার হতে গিয়ে বডিটি কবরস্থানের গেটের ছাঁদের সঙ্গে আঘাত করলে ছাঁদটি ভেঙে তার গায়ের ওপর পড়ে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ঘটনাটি শুনেছি, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”