রাণীরবন্দরে সোনালী ব্যাংকের ১২৩৪তম শাখা উদ্বোধন ও সিইও শওকত আলীর সাথে মতবিনিময়
সোনালী ব্যাংক পিএলসি প্রধান কার্যালয়, ঢাকার সিইও ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ শওকত আলী খান বলেছেন, “সোনালী ব্যাংকের আজকের এই সাফল্য গড়ে উঠেছে এর কর্মকর্তা-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে – যারা এখনো কর্মরত আছেন এবং যাঁরা ইতোমধ্যে অবসর গ্রহণ করেছেন।” তিনি আরও বলেন, “সকলকে গ্রাহক সেবার মান আরও উন্নত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে হবে।”
১৫ মে বুধবার, দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দরে সোনালী ব্যাংকের ১২৩৪তম শাখার উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। শাখা উদ্বোধনের পর তিনি দিনাজপুর কর্পোরেট শাখা, প্রিন্সিপাল অফিস (নর্থ ও সাউথ) এবং জিএম অফিস পরিদর্শন করেন।
রাণীরবন্দর শাখায় আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ে মিলিত হন। সভায় উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোঃ আল মামুন মনসুর আলম ও সাধারণ সম্পাদক মোঃ আফজালুর রহমান। তারা সিইও ও এমডিকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট, সমিতির ক্যালেন্ডার ও স্মরণিকা প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-সোনালী ব্যাংক পিএলসি প্রধান কার্যালয় ঢাকার ডিএমডি মোঃ নুরুন নবী, দিনাজপুর জিএম অফিসের জিএম মোঃ মিজানুর রহমান, প্রিন্সিপাল অফিস (নর্থ) এর ডিজিএম মোঃ বদরুল আলম, প্রিন্সিপাল অফিস (সাউথ) এর ডিজিএম মোঃ সাইফুর রহমান, দিনাজপুর কর্পোরেট শাখার ইনচার্জ ডিজিএম নিরঞ্জন রায়
এছাড়াও, সোনালী ব্যাংক পিএলসি এমপ্লয়িজ এসোসিয়েশন (বি-৬৬৪ সিভিএ, দিনাজপুর) এর সভাপতি মোঃ মোস্তাকিম ও সাধারণ সম্পাদক মোঃ মর কাউয়ুম-এর নেতৃত্বে সদস্যরা ফুল দিয়ে এমডিকে সংবর্ধনা জানান।
মতবিনিময় সভা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা উপস্থিত সকলকে মুগ্ধ করে।