ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী বিভাগের পাঁচ নারীকে সংবর্ধনা

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী প্রতিনিধি::

ছবি: চেকপোস্ট

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রাজশাহী বিভাগে পাঁচজন অদম্য নারীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে “অদম্য নারী পুরস্কার-২০২৪” কার্যক্রমের আওতায় এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানের লক্ষ্য ছিল তৃণমূল পর্যায়ের সংগ্রামী নারীদের আত্মশক্তিতে উজ্জীবিত ও অনুপ্রাণিত করা। রাজশাহী বিভাগের আটটি জেলা থেকে ৩৯ জন নারীকে নির্বাচিত করা হয় এবং তাদের মধ্যে থেকে পাঁচটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নারীদের সম্মানিত করা হয়।

এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত নারীরা হলেন-অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে নওগাঁর সাপাহারের সেফালী খাতুন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে সিরাজগঞ্জের চৌহালীর আয়শা সিদ্দিকা, সফল জননী নারী ক্যাটাগরিতে সিরাজগঞ্জের কামারখন্দের লাইলী বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী ক্যাটাগরিতে নওগাঁ সদরের শাবানা বানু, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরিতে রাজশাহীর পবা উপজেলার বিলকিস বেগম।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, যেখানে তিনি অদম্য নারীদের ফুলের মালা ও উত্তরীয় পরিয়ে সম্মাননা জানান। পরে তাদের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট ও সনদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান। তিনি বলেন, “অদম্যদের কেউ দমিয়ে রাখতে পারে না। পুরস্কারে ভূষিত হন বা না হন, নারীরা সবাই অদম্য।” তিনি আরও বলেন, “আমরা সেই সমতার সমাজ প্রতিষ্ঠিত করতে চাই, যেখানে নারীরা সুবিধাবঞ্চিত অবস্থান থেকে উঠে আসার গল্প শোনাতে হবে না এবং তাদের জীবনে আর কখনো নির্যাতন না হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি দ্বীন মোহাম্মদ, জেলা প্রশাসক আফিয়া আখতার, মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মনির হোসেন, এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিবুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার মো. আক্তার জামীল এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের রাজশাহীর উপপরিচালক শবনম শিরিন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৯:৫৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
৫২৫ বার পড়া হয়েছে

রাজশাহী বিভাগের পাঁচ নারীকে সংবর্ধনা

আপডেট সময় ০৯:৫৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রাজশাহী বিভাগে পাঁচজন অদম্য নারীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে “অদম্য নারী পুরস্কার-২০২৪” কার্যক্রমের আওতায় এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানের লক্ষ্য ছিল তৃণমূল পর্যায়ের সংগ্রামী নারীদের আত্মশক্তিতে উজ্জীবিত ও অনুপ্রাণিত করা। রাজশাহী বিভাগের আটটি জেলা থেকে ৩৯ জন নারীকে নির্বাচিত করা হয় এবং তাদের মধ্যে থেকে পাঁচটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নারীদের সম্মানিত করা হয়।

এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত নারীরা হলেন-অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে নওগাঁর সাপাহারের সেফালী খাতুন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে সিরাজগঞ্জের চৌহালীর আয়শা সিদ্দিকা, সফল জননী নারী ক্যাটাগরিতে সিরাজগঞ্জের কামারখন্দের লাইলী বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী ক্যাটাগরিতে নওগাঁ সদরের শাবানা বানু, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরিতে রাজশাহীর পবা উপজেলার বিলকিস বেগম।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, যেখানে তিনি অদম্য নারীদের ফুলের মালা ও উত্তরীয় পরিয়ে সম্মাননা জানান। পরে তাদের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট ও সনদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান। তিনি বলেন, “অদম্যদের কেউ দমিয়ে রাখতে পারে না। পুরস্কারে ভূষিত হন বা না হন, নারীরা সবাই অদম্য।” তিনি আরও বলেন, “আমরা সেই সমতার সমাজ প্রতিষ্ঠিত করতে চাই, যেখানে নারীরা সুবিধাবঞ্চিত অবস্থান থেকে উঠে আসার গল্প শোনাতে হবে না এবং তাদের জীবনে আর কখনো নির্যাতন না হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি দ্বীন মোহাম্মদ, জেলা প্রশাসক আফিয়া আখতার, মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মনির হোসেন, এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিবুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার মো. আক্তার জামীল এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের রাজশাহীর উপপরিচালক শবনম শিরিন।