রাজশাহীর বাগমারায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
রাজশাহীর বাগমারায় উপজেলা পরিষদ সভাকক্ষে আইন-শৃঙ্খলা কমিটি ও পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (তারিখ উল্লেখযোগ্য হলে যোগ করা যাবে) এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা আহসান হাবিব, শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, এলজিইডি প্রকৌশলী খলিলুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, বাগমারা থানার এসআই আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ। এছাড়া রাজনৈতিক দলের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি অহিদুল ইসলাম। সভায় বাগমারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেলাল উদ্দীনসহ গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বিশেষ করে চুরি, জুয়া, মাদক, নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। বক্তারা এসব অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।