রাজশাহীর আলোচিত হুন্ডি ব্যবসায়ী মুকুল চট্টগ্রামে আটক
রাজশাহীর বহুল আলোচিত হুন্ডি ব্যবসায়ী মোখলেসুর রহমান মুকুল (৪৫) অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন। ৬ আগস্ট (বুধবার) ভোরে চট্টগ্রামের কক্সবাজার সুগন্ধা সমুদ্র সৈকত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান। তিনি জানান, রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামি মুকুলকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয়।
রাজশাহী শহরের কাঁঠালবাড়িয়া গোবিন্দপুর মহল্লার বাসিন্দা মোখলেসুর রহমান ‘হুন্ডি মুকুল’ নামে এলাকায় পরিচিত। এক সময় তিনি ছিলেন মুদিদোকানি, কিন্তু পরে হুন্ডি ব্যবসার মাধ্যমে গড়ে তোলেন বিপুল সম্পদের সাম্রাজ্য। অভিযোগ রয়েছে, তিনি অবৈধভাবে বিদেশে অর্থ পাচার করতেন এবং ভারতের গরু পাচার সিন্ডিকেটের হোতা এনামুলের সঙ্গেও ছিল তার ঘনিষ্ঠ যোগাযোগ।
২০১৮ সালের ১৮ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পুলিশের তৎকালীন মহাপরিদর্শকের কাছে পাঠানো একটি গোপন প্রতিবেদনে দেশের শীর্ষ হুন্ডি কারবারিদের তালিকা প্রকাশ করা হয়। সেখানে রাজশাহীর সিন্ডিকেট প্রধানদের মধ্যে দ্বিতীয় নম্বরে ছিল মুকুলের নাম।
স্থানীয় সূত্র জানায়, রাজনীতির ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করছিলেন মুকুল। আওয়ামী লীগের নাম ভাঙিয়ে তিনি কোটি কোটি টাকার ঠিকাদারি কাজ নিয়েছেন। রাজশাহী সিটি করপোরেশনে তার নামে প্রায় ৩০০ কোটি টাকার প্রকল্প রয়েছে। যদিও স্থানীয় ঠিকাদারদের অভিযোগ-এসব কাজের অধিকাংশেই লোকসান দেখানো হয়েছে।
সম্প্রতি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার একটি বালুমহালের ইজারাও লাভ করেন মুকুল। আত্মগোপনে থাকা অবস্থাতেই জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে চুক্তিপত্রে স্বাক্ষর করেন তিনি। ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয়ভাবে ব্যাপক প্রতিবাদ ও বিক্ষোভ হয়।
ওসি ইলিয়াস খান বলেন, “গ্রেপ্তার মুকুলকে রাজশাহীর একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে দুপুরে কক্সবাজার আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।”