ঢাকা ১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীর আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে নেমেছে ৫ শতাধিক আনসার সদস্য

রাজশাহী প্রতিনিধি::

রাজশাহীর আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে নেমেছে ৫ শতাধিক আনসার সদস্য

পুলিশের অনুপস্থিতিতে রাজশাহীতে ট্রাফিক নিয়ন্ত্রণসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে কাজ করছেন আনসার সদস্যরা। আনসার ব্যাটালিয়ন সদস্যদের নেতৃত্বে প্রায় ৫ শতাধিক আনসার সদস্য রাজশাহী নগরীতে কাজ করছেন। এতে সাধারণ মানুষের মাঝে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে।
গত ৫ আগস্ট দেশজুড়ে সহিংসতার পর পুলিশ সদস্যরা কর্মবিরতি শুরু করলে ভেঙে পড়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি।
এমন অবস্থায় মাঠে নামেন সাধারণ শিক্ষার্থীরা। থানাসহ বিভিন্ন স্থাপনা পাহারা দিতে সঙ্গে যোগ দেন আনসার সদস্যরা।
গতকাল শনিবার (১০ আগস্ট) সকালে রাজশাহী নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, রাজশাহী নগর ভবনসহ ১২টি থানা, বরেন্দ্র জাদুঘর থেকে শুরু করে সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে মোতায়েন রয়েছেন আনসার সদস্যরা। ফলে নতুন করে আর হামলার ঘটনা ঘটেনি।
আরো জানতে চাইলে আনসার সদস্য আরিফুল ইসলাম বলেন, ‘দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে আনসার বাহিনী সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পুলিশের অবর্তমানে আনসার সদস্যরা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা মাঠে নামতে পারায় অন্যরকম এক ভালোলাগা কাজ করছে। রাত-দিন মাঠে থেকে পাহারা দিচ্ছি। শরীরে ক্লান্তি ভর করলেও মনের মাঝে শক্তি নিয়ে কাজ করছি।
আরেক আনসার সদস্য সওকত হোসেন বলেন, ‘সড়কে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের ভূমিকায় কাজ করছি। কোনো অভিজ্ঞতা ছিল না। কিন্তু সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মিলে-মিশে কাজ করতে গিয়ে কোনো সমস্যায় হচ্ছে না। নিজেরও ভালো লাগছে। নতুন অভিজ্ঞতা অর্জন হচ্ছে। সাধারণ শিক্ষার্থীরাও সহযোগিতা করছেন।
এদিকে আনসার সদস্যরা মাঠে থাকায় সাধারণ মানুষের মাঝেও স্বস্তি ফিরে এসেছে। সাধারণ মানুষের ভালোবাসা পাচ্ছেন আনসার সদস্যরা। নগরীর দরিখরবোনা এলাকার মনিরুল ইসলাম বলেন, ‘আনসার বাহিনীর সদস্যদের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে বিভিন্ন স্থাপনাও পাহারা দিচ্ছেন। এতে আমরা অনেকটা নিশ্চিন্তে ঘুমাতে পারছি। পুলিশের অনুপস্থিতিতে যে অরাজকতা শুরু হয়েছিল, তা এখন অনেকটা নিয়ন্ত্রণে। এর জন্য অবশ্যই আনসার সদস্যদের ভূমিকাকেও বড় করে দেখতে হবে।’
আরো জানতে চাইলে আনসার ব্যাটালিয়নের রাজশাহী জেলা কমানডেন্ট রফিকুল ইসলাম বলেন, ‘রাজশাহীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছেন আনসার ব্যাটালিয়নের শতাধিক সদস্য। তাদের নেতৃত্বে যোগ হয়েছেন আনসারের গ্রামপ্রতিরক্ষা বাহিনীর আরও চার শতাধিক সদস্য। থানা পাহারা থেকে শুরু করে বিভিন্ন স্থাপনা পাহারা এবং যানজট নিয়ন্ত্রণে সব মিলিয়ে ৫শতাধিক আনসার সদস্য কাজ করছেন। এতে এখন অনেকটায় স্বাস্তি ফিরে এসেছে সাধারণ মানুষের মাঝে।’
ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০২:২১:১১ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
৫০৫ বার পড়া হয়েছে

রাজশাহীর আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে নেমেছে ৫ শতাধিক আনসার সদস্য

আপডেট সময় ০২:২১:১১ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
পুলিশের অনুপস্থিতিতে রাজশাহীতে ট্রাফিক নিয়ন্ত্রণসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে কাজ করছেন আনসার সদস্যরা। আনসার ব্যাটালিয়ন সদস্যদের নেতৃত্বে প্রায় ৫ শতাধিক আনসার সদস্য রাজশাহী নগরীতে কাজ করছেন। এতে সাধারণ মানুষের মাঝে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে।
গত ৫ আগস্ট দেশজুড়ে সহিংসতার পর পুলিশ সদস্যরা কর্মবিরতি শুরু করলে ভেঙে পড়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি।
এমন অবস্থায় মাঠে নামেন সাধারণ শিক্ষার্থীরা। থানাসহ বিভিন্ন স্থাপনা পাহারা দিতে সঙ্গে যোগ দেন আনসার সদস্যরা।
গতকাল শনিবার (১০ আগস্ট) সকালে রাজশাহী নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, রাজশাহী নগর ভবনসহ ১২টি থানা, বরেন্দ্র জাদুঘর থেকে শুরু করে সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে মোতায়েন রয়েছেন আনসার সদস্যরা। ফলে নতুন করে আর হামলার ঘটনা ঘটেনি।
আরো জানতে চাইলে আনসার সদস্য আরিফুল ইসলাম বলেন, ‘দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে আনসার বাহিনী সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পুলিশের অবর্তমানে আনসার সদস্যরা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা মাঠে নামতে পারায় অন্যরকম এক ভালোলাগা কাজ করছে। রাত-দিন মাঠে থেকে পাহারা দিচ্ছি। শরীরে ক্লান্তি ভর করলেও মনের মাঝে শক্তি নিয়ে কাজ করছি।
আরেক আনসার সদস্য সওকত হোসেন বলেন, ‘সড়কে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের ভূমিকায় কাজ করছি। কোনো অভিজ্ঞতা ছিল না। কিন্তু সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মিলে-মিশে কাজ করতে গিয়ে কোনো সমস্যায় হচ্ছে না। নিজেরও ভালো লাগছে। নতুন অভিজ্ঞতা অর্জন হচ্ছে। সাধারণ শিক্ষার্থীরাও সহযোগিতা করছেন।
এদিকে আনসার সদস্যরা মাঠে থাকায় সাধারণ মানুষের মাঝেও স্বস্তি ফিরে এসেছে। সাধারণ মানুষের ভালোবাসা পাচ্ছেন আনসার সদস্যরা। নগরীর দরিখরবোনা এলাকার মনিরুল ইসলাম বলেন, ‘আনসার বাহিনীর সদস্যদের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে বিভিন্ন স্থাপনাও পাহারা দিচ্ছেন। এতে আমরা অনেকটা নিশ্চিন্তে ঘুমাতে পারছি। পুলিশের অনুপস্থিতিতে যে অরাজকতা শুরু হয়েছিল, তা এখন অনেকটা নিয়ন্ত্রণে। এর জন্য অবশ্যই আনসার সদস্যদের ভূমিকাকেও বড় করে দেখতে হবে।’
আরো জানতে চাইলে আনসার ব্যাটালিয়নের রাজশাহী জেলা কমানডেন্ট রফিকুল ইসলাম বলেন, ‘রাজশাহীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছেন আনসার ব্যাটালিয়নের শতাধিক সদস্য। তাদের নেতৃত্বে যোগ হয়েছেন আনসারের গ্রামপ্রতিরক্ষা বাহিনীর আরও চার শতাধিক সদস্য। থানা পাহারা থেকে শুরু করে বিভিন্ন স্থাপনা পাহারা এবং যানজট নিয়ন্ত্রণে সব মিলিয়ে ৫শতাধিক আনসার সদস্য কাজ করছেন। এতে এখন অনেকটায় স্বাস্তি ফিরে এসেছে সাধারণ মানুষের মাঝে।’